পলাশ মন্ডল, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শুক্রবার (১১ই আগষ্ট)বিকেলে ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে সারিয়াকান্দি থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মতিন মন্ডলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি’র সভাপতিত্বে মরহুম মতিন মন্ডলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি সাদেক মাহমুদ লাবলু, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলী মুকুল, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, লাল মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আর ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল কমিশনার, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন, পৌর বিএনপি ৫নং ওয়ার্ড সভাপতি মতিউর রহমান মতি,৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ শরিফুল ইসলাম হিরা।
Leave a Reply