সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণ মামলায় আবুল কালাম (৫৮) নামে এক কাঠমিন্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আবুল কালাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের আলতাব আলীর ছেলে। এরআগে বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ২৮ আগষ্ট সকালে উপজেলার বিলচাপড়ী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এরআগেও সে অনেক নারীর সর্বনাশ করেছে বলে জানা গেছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com