পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পৌর এলাকার দুঃস্থ ১৫শ'৪০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে ।
শুক্রবার (১৪ জুন) পৌরসভার চত্বরে এসব চাল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মতিউর রহমান মতি। এসময় তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ১৫৪০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুনজু, ৯নং ওয়ার্ড ফজলুর করিম প্রমুখ।
এসময় পৌর মেয়র মতিউর রহমান মতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com