পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বগুড়া সারিয়াকান্দি পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৪৭ কোটি ৭৪ লাখ ২৯ হাজার ৩১৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র মতিউর রহমান মতি এ বাজেট ঘোষণা করেন।ে
সোমবার (২৫ জুন) বিকেলে পৌরসভার আয়োজনে পৌরসভার নিজস্ব ভবনের হলরুমে পৌরসভার মেয়র মতিউর রহমান মতির সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মােহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বগুড়া জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ ফারাজী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী জাকিউল আলম ডুয়েল, বণিক সমিতি লিমিটেড এর সভাপতি আহসান উল্লাহ বাদশা, পৌর কমিশনার মামুনুর রশীদ মামুন,সাবেক কমিশনার খাজা, সাংবাদিক খায়রুল ইসলাম,আমিনুল ইসলাম হিরু।
সভাটি সঞ্চালনা করেন পৌর কাউন্সিলর বজলুর রশিদ।
Leave a Reply