মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীতে ইলিশ সংরক্ষনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে থানা পুলিশের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। অভিযানকালে ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৯ টি চায়না দুয়ারী জাল ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ। জব্দকৃত জাল গুলো কালিতলা ঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ গুলো স্হানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার প্রতিবছরের ন্যায় এবারও ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে। গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।
Leave a Reply