পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ১ নং ওয়ার্ড হিন্দুকান্দি এলাকায় মিলন কমিশনার অবৈধভাবে সরকারি রাস্তা খনন করে টয়লেটের স্ল্যাব বসানোর কাজ করছে। "৯৯৯" সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে কাজ বন্ধ করে দিলেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
এ বিষয়ে পৌর মেয়র মতিউর রহমান মতি বলেন, এ কাজ করার বিষয় আমি কোন অনুমতি দেইনি কমিশনারকে। এটা অন্যায়, এই ধরনের কাজ কেউ করলে তাহার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, আমি "৯৯৯" সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। জনস্বার্থে এই বেআইনি কাজ বন্ধ করে দেই।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com