মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রয়াত সাংসদ কৃষিবিদ আব্দুল মান্নান এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার সকালে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মন্টু মন্ডলের সভাপতিত্বে উক্ত স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর মেয়র মতিউর রহমান মতি, প্রয়াত সাংসদ আব্দুল মান্নান এমপির পুত্র সাখাওয়াত হোসেন সজল, জেলা পরিষদের সদস্য আব্দুর রশীদ ফারাজি,উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম রাজুসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ কবরস্থানে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, আব্দুল মান্নান এমপি ২০২০ সালের ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি ১৯৫৩ সালে ১৯সে ডিসেম্বর উপজেলার শালুখা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুম আব্দুল মান্নান এমপি ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে টানা ৩ বার বগুড়া-১(সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com