স্টাফ রিপোর্টারঃ বাঙালি নদীতে ৫ বন্ধু গোসলকরতে নেমে অনার্স পড়ুয়া শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব (২৩) নামে এক যুবক নিখোঁজ রয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুর দেড়টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গনকপাড়া বাঙ্গালী নদীর শাখা গাছবাড়ী ঘাটে। রাকিব সোনাতলা উপজেলা দিগদাইড় ইউনিয়নের শিহিপুর জাহানের পাড়া গ্রামের প্রবাসী টুল্লুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও তার ৩ বন্ধু মিলে বাঙালি নদীতে গোসল করতে যায়। গোসল করতে নদীতে নামলে রাকিব পানিতে ডুবে যায়। নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর ঘটনাস্থলে গিয়ে জানতে পারি রাকিব ও তার তিন বন্ধু মিনারুল, সুলতান, বাহারুল ও শাওন মিলে নদীতে গোসল করতে যায়। এ সময় রাকিব ও তার আরেক বন্ধু নদী সাঁতরে ওপারে যায়। ওপার থেকে সাঁতরে এপারে আসার সময় রাকিবের উপরে হাত দেখা যায় আস্তে আস্তে নিজ দিকে ডুবে যায়। পরে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হওয়ায় আজকের উদ্ধার কার্যক্রম স্থগিত করে আগামীকাল আবারো উদ্ধার কার্যক্রম করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com