সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার) মরহুম এবিএম রেজাউল করিম মতিন মন্ডল ১৯৯২ ইং সালে পৌর এলাকার হিন্দুকান্দি মৌজায় ৩০৬ দাগে ৫১ শতাংশ জমি ক্রয় করেন। তখন থেকে ক্রয়কৃত মালিক জমি ভোগ দখল করে আসছেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর জমি দাতার ওয়ারিশগন সুযোগ গ্রহন করে নিজেদের জমি দাবি করে ১২ শতাংশ জমি দখল করে নেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে শনিবার (১৬ অক্টোবর) সকালে থানার এস আই হোসেন আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মতিন মন্ডলের জমি অবৈধভাবে দখল নিয়ে প্রাচীর নির্মানের কাজ বন্ধ করে দেন।
সারিয়াকান্দি থানার এস আই হোসেন আলী গণমাধ্যমকে জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে কথা বলি এবং নির্মাণের কাজ বন্ধ করে দেই। আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি না ঘটে,এই কারণে উভয়পক্ষকে জমির কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com