সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনায় সারিয়াকান্দিতে আগুনে পুড়ে নিঃস্ব সালামত মিয়ার বাড়ি পরিদর্শন করেছেন ইউএনও সবুজ কুমার বসাক। বুধবার সকালে ক্ষতিগ্রস্ত সালামতের বাড়ি পরিদর্শন করেন এবং অসহায় পরিবারকে শুকনো খাবার, তিন বান্ডিল টিন ও ৯ হাজার টাকার চেক দিয়ে সহযোগিতা করেন তিঁনি। এছাড়াও এর আগে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র মতিউর রহমান মতি এবং নগদ ১০হাজার টাকা তুলে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে।
এর আগে গত সোমবার রাতে উপজেলার উত্তর হিন্দুকান্দি গ্রামের সালামতের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ছাগল ও একটি গাভী এবং বসতঘরের ঘরের আসবাবপত্র পুড়ে যায়।এছাড়া নগদ ১৫ হাজার টাকাসহ দুইটা সেলাইমেশিন,একটা ফ্রিজ পুড়ে যায়। আগুন নিভানোর জন্য ছুটে আশা প্রতিবেশি ৫জন আহত হয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, খবর পেয়েই ছুটে যাই অসহায় ওই পরিবারের পাশে। পরিবারের সাহাযার্থে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন বান্ডিল টিন সাথে শুকনো খাবার ও ৯হাজার টাকার চেক প্রদান করা হয়। পরবর্তীতে তাদের আরো সহযোগিতা করা হবে এবং তাদের সার্বিক খোজ খবর নেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হাদী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Leave a Reply