
মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও “দুর্নীতি দমন প্রতিরোধ করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল রশীদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুক্তি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার ইউসুফ জামান, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার প্রমুখ।
Related
Leave a Reply