সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বুধবার বিকালে আব্দুল মান্নান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান পৃষ্ঠপোষক ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ফজলুল করিম নিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মন্তেজার রহমান মন্তে, আব্দুল মান্নান ফুটবল টুর্নামেন্টের সভাপতি মতিয়ার রহমান মতি, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ।
উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন নাদিম অ্যান্ড নাঈম এক্সপ্রেস বনাম মোস্তাকিম এক্সপ্রেস। মোস্তাকিম এক্সপ্রেস ১-০ গোলে নাদিম অ্যান্ড নাঈম এক্সপ্রেসকে পরাজিত করে।
Leave a Reply