
পলাশ মন্ডল,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে আব্দুল মান্নান এমপি ফুটবল টুর্নামেন্ট-২২, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মাঠে আব্দুল মান্নান এম পি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, বিশিষ্ট ক্রীড়াবিদ মোজাহার আলী সরদার, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, বণিক সমবায় সমিতির সভাপতি জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মামুন জিয়াউল হক রতন প্রমুখ। উদ্বোধনী ম্যাচে নন্দীগ্রাম একাদশ (০১) মোকামতলা একাদশ (০৫) গোলে বিজয় হন।
Related
Leave a Reply