মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে আলোচিত সেতু ভ্যারাইটি স্টোর এ দুর্ধর্ষ চুরি ও মটর পাম্প চোর চক্র এবং বার্মিজ চাকুসহ পরোয়ানামুলে ১০ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তীর নির্দেশনায় এসআই নুর আলম, এসআই তপন ঘোষ, এসআই এখলাছুর রহমান, এএসআই কামরুল হোসেন, এএসআই স্মরণ খান, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের অভিযান পরিচালনা করে শুক্রবার ভোরে সারিয়াকান্দি বাঙ্গালী ব্রীজের পাশে কুপতলা তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা করে চোরাই মালামাল এক্সপার্ট কোম্পানীর দুই হর্স পাওয়ার মোটর, ২ ইঞ্চি ডেলিভারী সেচ পাম্পসহ, ৩ টি শ্যালো মেশিনের ৪ ইঞ্চি ডেলিভারী সেচ পাম্প, ১ টি স্যালো মেশিনের ৩ ইঞ্চি ডেলিভারী সেচ পাম্প, ১ টি ৩ চাকার বাজাজ কোম্পানীর যাত্রীবাহী সিএনজি গাড়ী, যার রেজিঃ নং-বগুড়া-থ-১১-৩০৭৫ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, নারচী ইউনিয়নে হাছেন আলী প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম নাছু (৪০), গনকপাড়া গ্রামের জান্নাতুল ফেরদৌস পিন্টুর ছেলে তামিম ইকবাল (২২), নারচী নেউরগাছা গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে একরাম আলী। একই সাথে অভিযান পরিচালনা করিয়া নারচী এলাকা হইতে আসামী স্বাধীন মিয়া (২৭) পিতা-মোঃ আজাহারুল ইসলাম মংলু, সাং-নারচী,১টি ধারালো বার্মিজ চাকু সহ গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। আরো এক আসামী জনি মিয়া (৩০) পিতা-মোঃ আব্দুস সামাদ, ০৬(ছয়) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করিয়া মাদক আইনে মামলা রুজু করা হয়। তাছাড়াও সারিয়াকান্দি মাদ্রাসা মোরে আলোচিত সেতু ভ্যারাইটি স্টোর বিকাশের দোকান হইতে টাকা চুরির ঘটনায় জড়িত আসামী আমিনুল ইসলাম @ নিরব (৪০) পিতা-মৃত নঈম মোল্লা, সাং-মাঝবাড়ী, ২। মোঃ মজনু আকন্দ (৩৯) পিতা-মোঃ হযরত আলী আকন্দ, সাং-ফুলবাড়ী নয়াপাড়া, উভয় থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের হেফাজত হইতে চোরাই টাকা এবং চুরির কাজে ব্যবহৃত ভ্যান গাড়ী উদ্ধার করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতারী পরোয়ানার আসামী সাবলু (৪০) পিতা-মৃত নাছির, সাং-দীঘলকান্দি, রঞ্জু ফকির চিকা পাগলা (৩৮) পিতা-মোঃ মোখলেছার রহমান, সাং-হিন্দুকান্দি, পুলিশ লাইন, নাজলু মানুষ কসাই (৪০) পিতা-মৃত তালেব প্রাং সর্বমোট ১০ জন আসামীগনকে পুলিশ পাহারায় শুক্রবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply