সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সারিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন, বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা আ' লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com