মিজানুর রহমান মিলন,সারিয়াকান্দি(বগুড়) প্রতিনিধিঃ কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া -১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হালিম। উপজেলার ৫,৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।
Leave a Reply