মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী ও হাইব্রিড ধান বীজ এবং সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া ১-আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার কুদরত আলী।
এ উপজেলায় ৪ হাজার ২’শ কৃষকের মাঝে ৫ কেজি উফশী ধান বীজ ও ২০ কেজি করে সার এবং ৫ হাজার কৃষকের মাঝ ২ কেজি করে হাইব্রীড ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
Leave a Reply