
মিলন, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯৪ জন উপকারভোগীদের মাঝে এক জোড়া করে ভেড়া, ৪টি খুঁটি, ২টি টিন ও ৫টি বেডশেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তমাল মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মাহে আলম, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারওয়ার ইউসুফ জামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
Related
Leave a Reply