সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, সনদপত্র, যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের শুভেচ্ছা স্মারক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারওয়ার আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস সবুর সরকার প্রমুখ।
Leave a Reply