সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ২০২২-২৩ অর্থবছরে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পৌরসভা চত্বরে চাল বিতরণ উদ্বোধন করেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় পৌর এলাকার ১৮০ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র মতিউর রহমান মতি, বগুড়া জেলা পরিষদ নবনির্বাচিত সদস্য আব্দুর রশিদ ফারাজী, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবয়ন উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হাদী প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com