স্টাফ রিপোর্টার: বগুড়া সারিয়াকান্দিতে একজন ভিখারিনীর মেয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ভুট্টা ক্ষেতে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার(৬ মার্চ) রাতে সারিয়াকান্দি থানায় এ বিষয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন একজন ভিখারিনী। তার মেয়ে একটি বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। মামলার আসামি শামীম হোসেন (৩৫) উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারী দুপুরে ভিখারীর মেয়ে যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে শামীম হোসেন (৩৫) ভিক্টিমের স্যান্ডেল নিয়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতের দিকে যায়। ভিখারীর মেয়ে বিষয়টি বুঝতে পেরে তার স্যান্ডেল উদ্ধারের জন্য শামীমের পিছু নেয়। পরে শামীম স্কুলছাত্রীকে কৌশলে ভুট্টা ক্ষেতের ভিতর নিয়ে যায়। পরে তার মুখে কাপড় গুজে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। রবিবার রাতেই ভিখারীর মেয়েকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
ভিখারী বলেন, আমার মেয়েকে শামীম প্রাননাশের হুমকি দিয়েছে। তাই আমার মেয়ে বিষয়টি প্রথমে আমার কাছে গোপন রাখে। পরে যৌনাঙ্গে রক্ত ঝরতে দেখে আমি বিষয়টি বুঝতে পারি। গরীব মানুষ ভেবে আমরা এতদিন থানার স্মরনাপন্ন হয়নি। পরে আমাদের পার্শ্ববর্তী লোকের সহযোগিতায় থানায় এসে মামলা দেয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। মেয়েটির চিকিৎসা এবং আইনী সহযোগিতা করার চেষ্টা করছি। ধর্ষক শামীমকে ধরতে আমাদের পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত আছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com