স্টাফ রিপোর্টারঃ র্যাব-১২, বগুড়া ও র্যাব-১৫, কক্সবাজার এর যৌথ অভিযানে বগুড়ার সারিয়াকান্দিতে চাঞ্চল্যকর ৩য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল ধর্ষককে আটক করেছে। র্যাব ১২ বগুড়া ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ফেব্রæয়ারি ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রী নদীতে গোসল করতে গেলে ধর্ষক মোঃ শামীম হোসেন (৩৫) ফুসলিয়ে নদীর পাশে একটি ভুট্টার জমিতে নিয়ে যায় এবং জোড়পূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি গুরুতর অসুস্থ হলে তাকে সু-চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে র্যাব তার ছায়া তদন্ত শুরু করে এবং র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। অবশেষে ০৮ মার্চ ২০২৩ ইং তারিখ ০০.২০ ঘটিকার সময় কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক মোঃ শামীম হোসেন (৩৫), পিতা- মোঃ আফজাল হোসেন, সাং- হিন্দুকান্দি (১নং ওয়ার্ড), থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের এ ধরনের আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
Leave a Reply