
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী এর সাথে উপজেলা অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মাদকের সাথে কোন আপোষ নয়। মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্যবিবাহ, জুয়া,নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। এই ধারা অব্যাহত রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সু-মন্নত রাখতে বদ্ধপরিকর সারিয়াকান্দি থানা পুলিশ। এছাড়াও সারিয়াকান্দি থানা কে দালাল মুক্ত করে সাধারণত সেবা গ্রহীতাদের থানায় অবাধ যাতায়াত ও সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে উপজেলার সকল সমস্যা তুলে ধরে সমাধানে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত সহ সব সময় সহযোগিতা করে আসছে। এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। অনলাইন প্রেসক্লাবের সকল সদস্য সততা, নিষ্ঠা ও লেখনির মাধ্যমে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক শিবলী সরকার, দৈনিক করোতোয়ার উপজেলা সংবাদদাতা শাহাদত জামান। এ সময় অনলাইন প্রেসক্লাবের সদস্য সুমন কুমার সাহা, কামরুজ্জামান কমল, ফরহাদ হোসেন, আর এ রাশেদ, কামরুল ইসলাম, পাভেল মিয়া উপস্থিত ছিলেন।
এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Related
Leave a Reply