
মিলন,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শনিবার, ১০ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে চা-স্টল হতে ৩০০ মিঃ লিঃ অ্যালকোহলসহ ১ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো, ফুলবাড়ী ইউনিয়নে রামচন্দ্রপুর (গোয়ালবাতান)গ্রামের মুজিবুর রহমানের ছেলে সাহাবুল ইসলাম (৩৫)। এ ছাড়াও থানা পুলিশ অভিযান চালিয়ে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ১ আসামিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রোববার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
Related
Leave a Reply