সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার(১২ অক্টোবর) বগুড়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকদ্রব্য মুক্ত ও চুরি, ছিনতাই রোধ কল্পে সারিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তীর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ছমির প্রাং, পিতা-মৃত গনি প্রামানিক, সুফিয়া ওরফে ফকুন্নি বেগম, পিতা- ছমির প্রাং, উভয় সাং-ছাগলধরা, শ্রী সুজন সরকার, পিতা-মৃত নরেন্দ্রনাথ সরকার, সাং-দেবডাঙ্গা, আব্দুর রশিদ ওরফে আব্দুল, পিতা-মোহাম্মদ আলী, সাং-ভেলাবাড়ী, পলাশ (৩৫) পিতা-আসাব্বর প্রামানিক, সাং-ফুলবাড়ী, সর্ব থানা-সারিয়াকান্দি। এসময় জুয়ার বোড হইতে আসামী তোতা ফকির (৬৫) পিতা-মৃত মনির উদ্দিন ফকির, মিনহাজ ফকির (৬০) পিতা-মৃত আমজাদ ফকির, উভয় সাং-চৌকিবাড়ী, দুলু প্রাং (৪৫) পিতা-মৃত শরিফ উদ্দিন, রাশিদুল ইসলাম (৩৬) পিতা-মৃত ধলু আকন্দ, উভয় সাং-কাটাখালী গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, উল্লিখিত বিভিন্ন মামলার আসামীদের আটক করে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply