প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২২, ২:৪০ অপরাহ্ণ
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৩৯টি ব্যাটারিসহ গ্রেফতার ৫
মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে প্রায় ৫ লাখ টাকা মুল্যের চোরাই ব্যাটারি সহ চোর চক্রের ৫ সদস্য কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ইউনিয়নের পাঁচপীরতলা গ্রামের একটি ধান ভাংগানো মেশিন ঘর হতে এসব চুরির মাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, ফুলবাড়ী ইউনিয়নে পাঁচপীরতলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রতন মিয়া(৪০), শালুকগাড়ি গ্রামের আব্দুল লতিফ প্রাং এর ছেলে শামীম(২৬), গাবতলী থানা কালুডাঙ্গা গ্রামের মহসিন আকন্দের ছেলে জিল্লুর রহমান ২৫, শালুকগাড়ি গ্রামের গবরা প্রামানিকের ছেলে এন্তেজার (৫০), কুশাহাটা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে সুমন ইসলাম(২৮)।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, আসামীদের হেফাজত হইতে চোরাই ৩৯টি ব্যাটারী যার আনুমানিক মূল্য ৫,৪০,০০০ টাকা উদ্ধার করা হয়। আসামীদোর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত