
মিলন, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদার নেতৃত্বে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোরগাছা আকন্দ ট্রেডার্স এর সামনে রাস্তার উপর হতে সোনাপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৩৫)কে ৫০০ গ্রাম শুকনো গাঁজা সহ আটক করে পুলিশ।
চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদা জানান, বিশেষ অভিযানের ডিউটি করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোন এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য শুকনো গাঁজা সহ তাকে আটক করি। আটককৃত জয়নাল আবেদীন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সারিয়াকান্দি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, সারিয়াকান্দি থানায় মাদকসহ যেকোনো অপরাধ নির্মূলের জন্য চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সহযোগিতা করে যাচ্ছে।
এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Related
Leave a Reply