মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে শনিবার সকালে থানা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ফুলবাড়ী ইউনিয়নের নিউ সোনাতলা গ্রামের ছানাউল হক মন্ডলের ছেলে নাছির উদ্দিন (২৯), এবং ছানাউল হক মন্ডলের স্ত্রী নাদিরা বেগম (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com