1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

সারিয়াকান্দিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন কলেজছাত্রী

  • সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৪৫

সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ আশ্বাস দিয়েও বিয়ে করেননি প্রেমিক। তাই বিয়ের দাবিতে বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী।

গত শনিবার থেকে সারিয়াকান্দির চন্দনবাইশা ইউপির রৌহাদহ গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ওই তরুণী।

ওই তরুণী বলেন, ‘আনোয়ার হোসেনের সঙ্গে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। আমার বাবা-মা ২ মাস আগে পাশের গ্রামের আরেকজনের সঙ্গে আমার অমতে বিয়ে রেজিস্ট্রি করে। পরে আমি আনোয়ারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাই। এরপর ১৯ দিন পর পুলিশ আমাকে উদ্ধার করে আমার মা-বাবার বাড়িতে নিয়ে আসে। এরপর গ্রাম্য সালিসে আনোয়ারের সঙ্গে আমার বিয়ের চুক্তি হয়। চলতি মাসের ৪ তারিখে আমাদের বিয়ের কথা ছিল। আনোয়ারের পরিবার থেকে বিয়ের উদ্যোগ না নিলে গত শনিবার সন্ধ্যায় আমি তার বাড়িতে এসে উঠেছি। এই কলঙ্ক নিয়ে মরতে হলে আমি আনোয়ারের বাড়িতেই মরতে চাই।’

ওই তরুণীর বাবা বলেন, ‘আমার মেয়ের অন্য জায়গায় বিয়ের রেজিস্ট্রি করেছিলাম। কিন্তু আনোয়ার আমার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পুলিশের সহযোগিতায় ১৯ দিন পর মেয়েকে উদ্ধার করি। ৪ তারিখে বিয়ের কথা থাকলেও আনোয়ারের পরিবার তা মানছে না।’

আনোয়ারের বাবা আবুল হোসেন বলেন, ‘তাকে (তরুণী) আমরা মেনে নিয়েছি। তবে আনোয়ার ঢাকায় চাকরি করায় সামনের মাসের ৭ তারিখে সে ফিরে আসলে বিয়ের ব্যবস্থা করা হবে।’

আনোয়ার হোসেন আরও বলেন, ‘আমি ঢাকায় গার্মেন্টসে চাকরি করি। ছুটি না পাওয়ায় বাড়িতে যেতে পারছি না। সামনের মাসে ছুটি নিয়ে বাড়িতে গিয়ে তাকে বিয়ে করব।’

সারিয়াকান্দি চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি। অভিযোগ পেলে সঠিক তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট