সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। মঙ্গলবার বিকালে চন্দনবাইশাা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামে শেখপাড়ায় বন্যা দুর্গতদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে চাল,ডাল,তেল,চিড়া,গুড়,মোমবাতি ,ম্যাচ লাইট,ওর স্যালাইন ও পানির বোতল বিতরণ করেন। এছাড়াও সদর ইউনিয়নের চরবাটিয়া গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুননবী হিরো, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফী মন্ডল প্রমুখ।
Leave a Reply