স্টাফ রিপোর্টার, সারিয়াকান্দিঃ বিদ্যুৎ গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দিতে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) সারিয়াকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজনে এ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। সারিয়াকালি উপজেলা বিএনপি সভাপতি এ্যাডঃ নূর-এ-আজম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিএনপি নির্বাহী কমিটি সদস্য ও বগুড়া জেলা সাবেক সভাপতি ভি.পি. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বগুড়া শহর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা শ্রমিক দল সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক মাসুদুর রহমান হিরু মন্ডল, পৌর বিএনপি সভাপতি মোঃ শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুল,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ন আহবায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা, যুগ্ন আহ্বায়ক আল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম নিশান,সহ-সভাপতি মোস্তফা মামুন, সাংগঠনিক শফিকুল ইসলাম শফিক, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম রিপন, সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ (শ্যামল) ও সাধারণ সম্পাদক আতাউর রহমান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com