পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়া সারিয়াকান্দিতে ২ সন্তানের জনক একজন কৃষকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন বিধবা নারী। শনিবার সকালে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের দুর্গম চরাঞ্চল শোনপচা চরে এ ধরনের ঘটনা ঘটেছে।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের উত্তর শোনপচা গ্রামের রহমত আলীর মেয়ে শাপলা খাতুন দক্ষিণ শোনপচা গ্রামের কাদের শেখের ছেলে রফিকুল শেখের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। শাপলার কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে, তার ঘরে ৫ বছরের একটি ছেলে আছে । অপরদিকে রফিকুল শেখও ২ সন্তানের জনক । শাপলার দাবি, গত ৬ মাস আগে থেকে রফিকুল শেখের সাথে বিধবা শাপলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের পার্শবর্তী ভুট্টার ক্ষেতে তাদের একাধিক দিনে শারীরিক সম্পর্ক শুরু হয়। বিধবা শাপলাকে বিবাহ করার আশ্বাস দিলেও গত কয়েকদিন আগে থেকে রফিকুল বিষয়টি এড়িয়ে যেতে শুরু করে। পরে বিয়ের দাবিতে শাপলা শনিবার সকাল ৮ টা থেকে রফিকুলের বাড়িতে অনশন করতে শুরু করেন। এ বিষয়ে শাপলা বলেন, বিয়ের আশ্বাস দিয়ে রফিকুল আমাদের বাড়ির ভুট্টা ক্ষেতে আমার সাথে একাধিক দিন শারীরিক সম্পর্ক করেছে। এখন আমাকে আর সে বিয়ে করতে চাচ্ছে না। তাই আমি তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছি। আমি মরলে এখানেই মরতে চাই।
রফিকুলের স্ত্রী কুলসুম বেগম বলেন, গ্রামের কুচক্রী লোকদের প্ররোচনায় মেয়েটি আমার স্বামীকে ফাঁসাতে চাচ্ছে। তবে আমার স্বামী যদি বিয়ে করতে চায় তাহলে আমি তাকে সতীন হিসেবে গ্রহণ করতে রাজি আছি। এদিকে সংবাদটি লেখা পর্যন্ত অভিযুক্ত রফিকুল শেখের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে বারবার মোবাইলে ফোন করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Leave a Reply