সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২শ’ ২৯ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার সারিয়াকান্দিতে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমিসহ ১১৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মন্টু মন্ডল, সহকারী কমিশনার (ভূমি)দেওয়ান আকরামুল হক, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম প্রমুখ। এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply