সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে চারটি স্থানে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২২-২৩ অর্থবছরের ৩৩৯ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার উত্তর হিন্দুকান্দি তিনকানিয়া খাদ, হাটফুলবাড়ির রামনগর উত্তর পাড়া খাল, ধাপ ডাকুরিয়া বিল ও পারতিতপরল ব্যাড়ের বিলে মাছের পোনা অবমুক্ত করণ কার্যক্রম উদ্বোধন করেন, বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম,উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা শাহ আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মারজিয়া আখতার বানু প্রমুখ। পোনামাছ গুলির মধ্যে, রুই,কাতলা, মৃগেল জাতীয় সহ আরো বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
Leave a Reply