স্টাফ রিপোর্টারঃ আন্তজার্তিক মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ১লা মে সমবার বিকাল ৫ঘটিকা থানা রোড় দলীয় কায্যলয় থেকে মিছিল অনুষ্ঠান হয় সারিয়াকান্দি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ দলীয় কায্যলয় সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জি এম বাবু মন্ডল, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বগুড়া জেলা শাখার আহবায়ক কমিটি সদস্য এ কে এম আনিছুর রহমান লিটন। উপজেলা জাতীয় শ্রমিক পার্টি আহ্বায়ক আব্দুল বারি মুক্তার সভাপতিত্বে আরো অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টি সারিয়াকান্দি উপজেলা শাখার সাবেক আহবায়ক মুন্জরুল হাসান মজনু, জাতীয় যুব সংহতি সারিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নেহারুল ইসলাম পুটু, উপজেলা জাতীয় শ্রমিক পার্টি সদস্য সচিব জুলফিকার আলি ভুট্টো, উপজেলা জাতীয় শ্রমিক যুগ্ম আহবায়ক মাইদুল ইসলাম, মোতাহার হোসেন শ্রমিক পার্টি নেতা সালাম,লাবলু,গামা,চানমিয়া,বুলু,সন্জু, যুবনেতা আছালত জামান, জাতীয় ছাত্র সমাজ সারিয়াকান্দি পৌর কমিটি সদস্য সচিব সাজ্জাদ হোসেন শানু, ছাত্র নেতা তারেক,সরন,তুরজয়,রাকিব, রিয়াজ,সাহেদ,জিম প্রমুখ।
Leave a Reply