
মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন বগুড়া- ১ আসনের সাংসদ সাহাদারা মান্নান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
এছাড়াও দিবসটিতে মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামী লীগ,বিএনপি, পুলিশ প্রশাসন, অনলাইন প্রেসক্লাব, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Related
Leave a Reply