মিলন, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে শনিবার সকালে থানা প্রশাসনের উদ্যোগে রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। এ সময় মেইন সড়কে সকল গাড়িচালক কে গাড়ি পার্কিং না করা ও ফুটপাত দখলমুক্ত রাখার জন্য স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস রহমান, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, সাংবাদিক আর. এ রাশেদ প্রমুখ।
উল্লেখ্য, পৌরসভার মেইন সড়কে অটো রিক্সা, ভ্যান ও ইজিবাইক রাস্তার দু'ধারে পাকিং করায় সবসময় তীব্র যানজট লেগেই থাকে। এটা যেন পৌরবাসীর নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com