প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২২, ৩:৫৩ অপরাহ্ণ
সারিয়াকান্দিতে শিক্ষক দিবস পালিত
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে থেকে এক র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করেন। র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি মাধ্যমিক শিক্ষা অফিসার সারোয়ার ইউসুফ জামালের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন, আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ লতা প্রমুখ এ সময় উপজেলার বিভিন্ন স্কুল/কলেজ/মাদ্রাসা ও কারিগরি কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত