মিলন, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ১ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার কৈয়েরপাড়া হতে দেলুয়াবাড়ী বাঁধ পর্য়ন্ত সড়কের পুনঃনির্মাণ ও মেরামত কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির পুনঃ নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন, বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগের সাধারণ আশিক আহমেদ, সহ-সভাপতি মাহবুবুর রহমান রুবেল,কাউন্সিলর মাহবুবুল হাসান মুন্জু, বজলার রহমান প্রমুখ।
Leave a Reply