সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মণ্ডলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকায় বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজি বোমা হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফরাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী শাহিনুর বেগম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com