সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে চালুয়াবাড়ী ইউনিয়নের বন্যা দূর্গত ৬’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু,স্যালাইন, চিড়া, গুড়, বিস্কুট,মোমবাতি ও ম্যাচ লাইট। শুক্রবার সকালে চালুয়াবাড়ী ইউনিয়নের মানিকদাইড় ,শিমুলতাইড় ও খাটিয়ামারি চরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, চালুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান মন্ডল প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com