সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে কুতুবপুর ইউনিয়ন বিএনপি'র দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুতুবপুর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ কে এম আহসানুল তৈয়ব জাকির। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, এম.আর.ইসলাম স্বাধীন। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম বাদশা, যুগ্ম আহবায়ক সাদেক মোহাম্মদ আজিজ লাবলু প্রমুখ। সম্মেলনে দুই পদে মোট ৪৫টি ভোটের মধ্যে মহিদুল ইসলাম ২৪ ভোট পেয়ে সভাপতি ও তবিবর রহমান ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com