মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে পালিত হলো পাঠ্যবই উৎসব। ১লা জানুয়ারি-২০২৩ রবিবার সকালে সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে কুতুবপুর উচ্চ বিদ্যালয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে পালিত হলো বই উৎসব। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের হাতে উৎসব মুখর পরিবেশে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুজ্জামান, সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন, রাজু খান, মোঃ খোকন মিয়া, শাকিল মাহমুদ ও শ্রী সুকুমার কুমার প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের শিক্ষার মান্নোয়নের বিষয়ে দিক নির্দেশনামূলক কথা বলেন। বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com