স্টাফ রিপোর্টার, সারিয়াকান্দীঃ বগুড়া সারিয়াকান্দির প্রধান পর্যটন কেন্দ্রে দুটি আধুনিক পাবলিক ওয়াশ ব্লক নির্মাণের উদ্বোধন করা হয়েছে। এর একটি নির্মিত হয়েছে উপজেলার পৌর এলাকার বাগবেড় গ্রামের কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় এবং অপরটি সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের প্রেম যমুনার ঘাট এলাকায়। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক ওয়াশ ব্লকের উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মতিউর রহমান মতি, সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ, সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ। উন্নত এ আধুনিক ওয়াশ ব্লকে জনসাধারণ ভিন্ন কামরায় হাইজিন, অজু, গোসল এবং ওয়াশরুমের সুবিধা পাবেন।
Leave a Reply