সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙালী নদীতে পুরো দমে চলছে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব। দীর্ঘ দিন ধরে পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামের মৃত তোতা প্রামাণিকের ছেলে বালু দস্যু ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিলন প্রামানিক আইনের কোনো তোয়াক্কা না করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে নদীর দুই পাড়ের ফসলি জমি ভাঙ্গনসহ নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে ঘরবাড়ী-রাস্তাঘাটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রশাসনকে ডিঙিয়ে রমরমা বালু উৎসবে মেতে উঠেছেন তিনি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, বালু দস্যু প্রভাবশালী হওয়ায় দীর্ঘ সময়ে প্রকাশ্যে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলেও স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নিতে পারছে না। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী (বগুড়া পওর বিভাগ) মোঃ নাজমুল হক জানান, সারিয়াকান্দিতে বাঙালি নদীর খনন কাজ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছে, তাদের কাজ শেষ হলে পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করবে। তবে,তাদের নীতিমালায় বলা আছে, ছোট ড্রেজার মেশিন কোনো ভাবেই স্থাপনের সুযোগ নেই। বড় ড্রেজিং মেশিন ছাড়া বালু উত্তোলন হলে সেটাই অবৈধ। অবৈধ মেশিন স্থাপন করলে অবশ্যই স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযান পরিচালনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণে সকল অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com