পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর চর চালুয়াবাড়ী ইউনিয়নের পূর্বপারের বহুলাডাঙ্গা গ্রামের মুছা শেখের ছেলে লুৎফর। খুন, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, লুটপাটসহ তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। চরে জঙ্গি ও বিভিন্ন জেলার পেশাদার সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়দাতা সে। নদীপথের ৫০০ কিলোমিটার এবং স্থলপথের ২০ জেলার মাদক বহন ও বিক্রি সিন্ডিকেট নিয়ন্ত্রিত হতো তার মাধ্যমেই। একই সঙ্গে নদীপথে চলা প্রতিটি মালবাহী নৌকা থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত লুৎফর বাহিনী। কিন্তু সোমবার (১৩ ফেব্রুয়ারী) শেষ রক্ষা হয়নি। আবারো পুলিশের হাতে অস্ত্র এবং মাদকসহ গ্রেফতার হয় কুখ্যাত ডাকাত ‘যমুনার কুমির’ খ্যাত লুৎফর রহমান (৪৫)। উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে অস্ত্র এবং মাদকসহ গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
এর আগে বহুবার র্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হয় ‘লুৎফর রহমান’। প্রতিবার জামিনে বের হয়ে আবারও বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। এর আগে গত ২০২০ সালের ৩০ ডিসেম্বর বহু নাটকীয় ঘটনার পর লুৎফরকে গ্রেফতার করা হয়েছিল। লুৎফর ছিলেন চালুয়াবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি। ২০১৯ সালের ১৮ অক্টোবর দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
সারিয়াকান্দি থানার উপ-পুলিশ পরিদর্শক তপন ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি দুর্গম চরাঞ্চলের শিমুলতাইড় গ্রামে একজন মাদকদ্রব্য বিক্রি করছেন। সেখানে অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইন এবং একটি ধারালো অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে লুৎফরকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply