পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: ‘সারিয়াকান্দিতে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত (অ. দা.) ও বগুড়া জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর।
এ সময় উপজেলার পারতিত পরল, দীঘলকান্দি এবং দেবডাঙ্গা বালুর পয়েন্টে বালু তোলার দায়ে অভিযান পরিচালনা করে ৩ টি ট্রাক এবং ১ টি এস্কেভেটর মেশিন জব্দ করেন। এ বিষয়ে সঞ্জয় কুমার মহন্ত বলেন, অবৈধভাবে বালু তোলার জন্য তাদের বিরুদ্ধে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে যাতে করে অবৈধ বালু তোলা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
Leave a Reply