1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সারিয়াকান্দির যমুনা নদীর নাব্যতা সংকটঃ নৌঘাট স্থানান্তর করায় চরম জনদুর্ভোগ

  • বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৬৩

সোনাতলা সংবাদ ডেস্কঃ যমুনা নদীর নাব্য সংকটে বগুড়ার সারিয়াকান্দি কালীতলা নৌঘাট দুই কিলোমিটার দূরে সদর ইউনিয়নের দেলুয়াবাড়ী গ্রামে স্থানান্তর করা হয়েছে। অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে ভাড়া ও সময় বেশি ব্যয় হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কালীতলা ঘাটের ব্যবসায়ীরা।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি কালীতলা নৌঘাট থেকে মাদারগঞ্জ জামথল নৌঘাটে প্রতিদিন হাজারো যাত্রীসহ মোটরসাইকেল ও নানা ধরনের কৃষিপণ্য পরিবহন করা হয়। তবে এখন এই রুটের কালীতলা নৌঘাটে আর যাত্রী পরিবহন হচ্ছে না। সূত্র- কালবেলা
গত ৭ জানুয়ারি থেকে ঘাটটি উপজেলার পৌর এলাকার কালীতলা থেকে সদর ইউনিয়নের দেলুয়াবাড়ী গ্রামের সামনে হানান্তর করা হয়েছে। ফলে যাত্রীদের দুই কিলোমিটার ঘুরে নতুন নৌঘাটে যেতে হচ্ছে। এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে, সময়ও বেশি লাগছে। এদিকে স্থানীয় পুরাতন কালীতলা নৌঘাটের বিভিন্ন ধরনের দোকানিরা লোকসান গুনছেন প্রতিদিন।
কয়েক দিন ধরেই যমুনা নদীর পানি কমে নাব্য সংকটের সৃষ্টি হয়েছে। যমুনা নদীর নাব্য সংকটে এই নৌরুটে অসংখ্য ডুবোচর সৃষ্টি হয়েছে। ফলে এই নৌপথে নৌকাগুলো ডুবোচরে আটকে যাচ্ছে। মাঝিরা নদীতে নেমে অনেক কষ্টে যাত্রীসহ নৌকাগুলো ঠেলে ডুবোচর থেকে নামাচ্ছেন।
নিরুপায় হয়ে সারিয়াকান্দি পৌরসভার কালীতলা নৌঘাট দুই কিলোমিটার দূরে দেলুয়াবাড়ী গ্রামে স্থানান্তর করা হয়েছে।
কালীতলা নৌঘাট অন্যত্র স্থানান্তর করায় যাত্রীদের বেশি ভাড়া দিতে হচ্ছে। কালীতলা নৌঘাট থেকে জামথল নৌঘাটের খেয়া নৌকার ভাড়া ছিল ৬০ টাকা। রিজার্ভ নৌকার ভাড়া ছিল ১০০ টাকা। এখন সারিয়াকান্দি উপজেলা সদর থেকে বাগবেড় নৌঘাটে যেতে সড়কপথে যাত্রীভাড়া মাথাপিছু ২০ টাকা অটোভাড়া দিতে হচ্ছে। অন্যদিকে দূরত্ব বৃদ্ধিতে খেয়া নৌকার ভাড়া হয়েছে ৮০ টাকা। ফলে মাদারগঞ্জের জামথল যেতে যাত্রীদের ৪০ টাকা বেশি দিতে হচ্ছে।
অন্যদিকে রিজার্ভ নৌকার ভাড়া ১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৪০ টাকা করা হয়েছে। এ ছাড়া একই নৌরুটে গুঠাইল, মানিকদাইড়, চরঘাগুয়া ও ইসলামপুর যেতে যাত্রীপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
এদিকে কালীতলা নৌঘাট অন্যত্র স্থানান্তর করায় ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। নৌঘাটে দেখা হলে অসীম কুমার জানান, তিনি জামাপুরে সরকারি চাকরি করেন। তার বাড়ি নাটোরের সিংড়ায়। তিনি প্রায়ই কালীতলা ঘাট দিয়ে যাতায়াত করেন। তিনি বলেন, জামালপুর যাওয়ার জন্য কালীতলা ঘাটে এসেছিলাম। এসে শুনি, কয়েক দিন হলো ঘাটটি দুই কিলোমিটার দক্ষিণে স্থানান্তর করা হয়েছে। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে আমার আবার নতুন নৌঘাটে যেতে হচ্ছে। এতে সময় ও ভাড়া দুটোই বেশি লাগবে।
স্থানীয় কালীতলা ঘাটের মতির হোটেলের মালিক মতিউর রহমান বলেন, কালীতলা নৌঘাটে ছোট-বড় ৫০টির বেশি বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। এসব দোকানের ওপর নির্ভরশীল আমাদের অর্ধশত পরিবার। নৌঘাটটি স্থানান্তর করায় আমাদের বেচাকেনা একেবারেই বন্ধের দিকে। সরকার যদি নদীটা আর অল্প কিছু ড্রেজিং করে দিত, তাহলে যাত্রীদেরও সুবিধা হতো, আমাদের পরিবারগুলোও ভালোভাবে চলত।
সারিয়াকান্দির একাধিক এলাকাবাসী জানিয়েছেন, নৌরুটটির অল্প কয়েকটি স্থানে ড্রেজিং করলে পুনরায় এই রুটে নৌকা চলাচল সম্ভব হতো।
সারিয়াকান্দির কালীতলা নৌঘাটের ইজারাদার শহিদুল ইসলাম আকিল জানান, যমুনা নদীর নাব্য সংকটের কারণে নৌঘাটটি অস্থায়ীভাবে দেলুয়াবাড়ী গ্রামে স্থানান্তর করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, যমুনা নদীর নাব্য সংকটে কালীতলা নৌঘাট বাগবেড় গ্রামে স্থানান্তর করা হয়েছে। এতে জনসাধারণের সাময়িক দুর্ভোগের জন্য আমরা দুঃখিত। কালীতলা নৌপথটি নাব্য ফিরে পেলে পুনরায় ঘাটটি দেলুয়াবাড়ী থেকে কালীতলায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট