পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া সারিয়াকান্দি উপজেলা শাখার সহ সভাপতি কমরেড আব্দুর রশিদ গতকাল রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। কমরেড আব্দুর রশিদ সারিয়াকান্দি পৌর এলাকার কৈয়েরপাড়া গ্রামের মৃত আফজাল হোসেন প্রাং এর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুতে মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা উদীচীর সভাপতি মাহমুদুস সোবহান মিন্নু, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান বিপ্লব, সারিয়াকান্দি শাখার উপদেষ্টা বাবু অরুণাংশু কুমার সাহা, আবু তাহের আকন্দ সোনা, শাহাদাৎ হোসেন, সভাপতি মমতাজুর রহমান, সাধারণ সম্পাদক সাহাদত জামান, সহ সভাপতি আমিনুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর, রনজিত কুমার সাহা, বেলাল হোসেন, পাভেল মিয়া প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com