
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি গত ৩ দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। জানা যায়, ২৩শে অক্টোবর রোববার বোহাইল ইউনিয়নের ধারাবর্ষার চরের ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মান স্থান ও শংকরপুর চরের জমির সীমানা পরিদর্শনে যান। এ সময় চরে অসুস্থ্যতার এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন। বোহাইল ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ খাঁন বলেন, স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা ও মাথায় পানি ঢালার পর তিনি সাময়িক সুস্থ্য হয়ে বাসায় ফিরেন। পরে চিকিৎসকের পরামর্শ মোতাবেক রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু জ্বর ধরা পরে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ডেঙ্গু জ্বরের কথা নিশ্চিত করেন। তার আশু রোগ মুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন তিনি।
Related
Leave a Reply